প্রতিবছর লক্ষাধিক ট্রাভেলার আসে থাইল্যান্ডে। বাজেট ট্রাভেলারদের পছন্দের তালিকার শীর্ষ দেশ থাইল্যান্ড। ঐতিহ্য, সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সেরা এই শ্যামা দেশটির ব্যস্ত শহর ব্যাংকক। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ট্যুরের জন্য সবচাইতে সেরা স্থান। মূলত রঙ্গিন শহর ব্যাংককের নিজের সৌন্দর্য আর স্বল্প খরচে ট্যুরের জন্যই ট্রাভেলারদের পছন্দের তালিকার জনপ্রিয় আর সেরা শহর হিসাবে প্রাধান্য পায়। রঙ্গিন শহর বলেও পরিচিত ব্যাংকক। বাজেট ট্যুরের জন্য ব্যাংককের সেরা স্থানগুলোর বিষয়ে বিস্তারিত জানা থাকলে যেকোন বাজেট ট্রাভেলারদের জন্য ট্যুর প্ল্যান করা সহজ হয়ে যায়। মন্দির থেকে ভাসমান বাজার কিংবা বৃহতর থিম পার্ক অথবা রেস্টুরেন্ট সব মিলিয়ে সেরা স্থানের কমতি নেই ব্যাংককে। আর সেরা ৯টি বাজেট প্লেসগুলো নিয়ে লেখা আজকের ব্লগ।
একনজরে স্বল্প খরচে ব্যাংককের সেরা ভ্রমণ স্থানগুলো
- চায়নাটাউন ফুড টেস্টিং এবং ওয়াকিং ট্যুর
- দামনোয়েন সাদুয়াক ফ্লোটিং মার্কেট ট্যুর
- চাও ফ্রেয়া রিভার ক্রুজ সাথে ডিনার
- চাও ফ্রেয়ায় সকালের ভ্রমণ
- গ্র্যান্ড প্যালেস এন্ড এমারেল্ড বুদ্ধ ভ্রমণ
- জিম থম্পসনের হাউস এন্ড সান প্যাকার্ড প্যালেস ভ্রমণ
- ক্যালিপসো ক্যাবারেট
- ড্রিম ওয়ার্ল্ড থিম পার্ক
- গ্রিন লাং ব্যাংকক জঙ্গল
01. চায়নাটাউন ফুড টেস্টিং এবং ওয়াকিং ট্যুর (Chinatown Food Tasting & Walking Tour)

এই বাজেট ট্যুর আপনাকে ব্যাংককের বিভিন্ন দিক তুকে ধরে। তেমনি একটি স্থান ব্যাংককের চায়না টাওয়ার। ব্যাংককের চায়নাটাউন হচ্ছে অসাধারণ আর এক রঙিন অঞ্চল যার ঐতিহ্য এবং সাংস্কৃতিক পটভূমি রয়েছে। এই ট্যুরের সবচাইতে মজার বিষয় হলো হেঁটে হেঁটে চায়না টাউনের ঐতিহ্য আর আকর্ষণীয় স্থানগুলো দেখার অভিজ্ঞতা অর্জন করা। শুধু তাই নয় বিভিন্ন সুস্বাদু খাবার বিশেষ করে চায়নার বিভিন্ন খাবার খেতে পারবেন।
সকালে হোটেল থেকে বেড় হয়ে আইকনিক চায়না টাউন গেটে আসুন সুবিধার জন্য একজন গাইড রাখুন। যে আপনাকে সাহায্য করবে চায়না টাউনের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখতে যার মধ্য রয়েছে ওয়াট ট্রিমিট এবং গোল্ডেন বুদ্ধর মত বিভিন্ন স্থান।
02. দামনোয়েন সাদুয়াক ফ্লোটিং মার্কেট ট্যুর (Damnoen Saduak Floating Market Tour)

দামনোন সাদুয়াক ফ্লোয়েটিং মার্কেট থাইল্যান্ডের সবচাইতে পুরাতন মার্কেটগুলোর একটি। এমনকি থাইল্যান্ডের বৃহত্তম ভাসমান বাজার এটি। থাইল্যান্ড হচ্ছে ঐতিহ্যবাহী সংস্কৃতিতে সমৃদ্ধ একটি দেশ যে জন্য পর্যটকরা আকর্ষণ অনুভব করেন একটি বার এই দেশ দেখতে। বিশ্বব্যাপী পর্যটকদের কাছেই ফ্লোয়েটিং মার্কেট বা ভাসমান বাজার অন্যতম এক আকর্ষণীয় জায়গার নাম।
এই বাজারেরও নিজস্ব ইতিহাস সবাইকে মুগ্ধ করে। থাইল্যান্ডের ঐতিহ্যবাহি লং টেইল বোটে করে করে প্রাকৃতিক দৃশ্য এবং গ্রামীণ জীবনের দৃশ্য গুলো অসাধারণ লাগে। এই বাজারে অনেক রকমের ঐতিহ্যবাহী থাই খাবারদাবার এবং গ্রীষ্মকালীন ফলের সমাহার বসে।
ব্যাংকক ভ্রমণ: ব্যাংককের সেরা ১০ টি দর্শনীয় স্থান
03. চাও ফ্রেয়া রিভার ক্রুজ সাথে ডিনার (Chao Phraya River Cruise with Dinner)

ব্যাংককের প্রধান নদী চাও ফ্রেয়া। ব্যাংকক ট্যুরের সময় এই নদী বাদ দেওয়া মানে ব্যাংককের প্রাকৃতিক সৌন্দর্যের একটি বড় অংশ বাদ দেওয়া। তাই বাজেট ট্যুরে মিস করবেন না এই নদীতে ভ্রমণ। চাও ফ্রেয়াতে ২ ঘণ্টার রিভার ক্রুজ উপভোগ করুন। এটি আপনাকে ব্যাংককের প্রাকৃতিক দৃশ্যর সাথে বিভিন্ন দর্শনীয় স্থানগুলোও দেখাবে। রাতের ব্যাংকক আপনাকে দিনের থেকেও আরো বেশি মুগ্ধ করবে।
রিভার ক্রুজে পাবেন সুস্বাদু খাবারের বুফেট আয়োজন। বুফেটের সবগুলো খাবার আপনার মুখে পূর্ণ স্বাদের যোগান দিবে। পরিবার ও বন্ধুদের সাথে মেতে থাকুন এই রিভার ক্রুজে।
04. চাও ফ্রেয়ায় সকালের ভ্রমণে (Chao Phraya Backwaters Morning Excursion)

শুধু রাতে রিভার ক্রুজ ভ্রমণ নয়। লং টেইল বোটে করে করে ব্যাংককের প্রধান নদী ঘুরে দেখুন। আর সাথে উপভোগ করুন প্রকৃতির অপরূপ সৌন্দর্য। মিশে যান নদীর মোহনায়। যা ছুঁয়ে যাবে আপনার প্রাণ। ট্যুরের সময় লং টেইল বোট থামিয়ে যেতে পারবেন বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে।
শুধু এসব নয় খুব কাছ থেকে ব্যাংককের স্থানীয় মানুষের জীবনযাত্রা দেখার সুযোগ করে দিবে এই ট্যুর। পাশাপাশি সেরা থাই খাবার গুলো উপভোগ করুন। এমনকি স্থানীয়দের গান উপভোগ করতে পারবেন এই ভ্রমণে।
05. গ্র্যান্ড প্যালেস এন্ড এমারেল্ড বুদ্ধ ভ্রমণ (Grand Palace & Emerald Buddha Tour)

ব্যাংকক হচ্ছে ঐতিহ্যের দেশ , এর প্রায় প্রতিটি স্থানে ছড়িয়ে আছে ঐতিহ্য আর সংস্কৃতির নিদর্শন। ব্যাংককের গ্রান্ড প্যালেস জনপ্রিয় একটি স্থান। আর এর সাথে এমারেল্ড বা পান্না বুদ্ধ দেখতে যেতে পারেন ব্যাংকক ট্যুরে। এই ট্যুর আপনাকে এক অসাধারণ অভিজ্ঞতা দিবে।
ব্যাংককের গ্র্যান্ড প্যালেস ও এর কাছের মন্দির এবং রাজকীয় ভবনগুলো ঘুরে দেখতে বাদ দিবেন না। গ্রান্ড প্যালেসের অঞ্চলগুলো ঘুরে দেখার জন্য একজন গাইডের সাহায্য নেওয়াই ভালো। কারণ গ্রান্ড প্যালেসের অঞ্চল অনেক বড়। মন্দিরের ভেতরের নকশাগুলো অসাধারণ। ঐতিহ্যবাহী ভঙ্গিতে বুদ্ধের খোদাই করা পান্না মূর্তিটি দেখতে গ্র্যান্ড প্যালেসের ভেতরে যেতে হবে। পান্না বুদ্ধের ইতিহাস সম্পর্কে বিস্তারিত বিষয় গুলো জানা যায় এখান থেকে। এখানকার জেমস গ্যালারি ঘুরে দেখতে পারবেন এমনকি চাইলে কিছু রত্ন কিনতে পারবেন।
06. জিম থম্পসনের হাউস এন্ড সান প্যাকার্ড প্যালেস ভ্রমণ (Jim Thompson’s House & Suan Pakkard Palace Tour)

থাই সিল্ক কোম্পানির প্রতিষ্ঠাতা জিম থম্পসনের বাড়িতে ভ্রমণ আপনাকে অসাধারণ অভিজ্ঞতা দিবে। এই বাড়িটি দক্ষিণ-পূর্ব এশীয় শিল্পকর্মে ভরপুর। বর্তমানে তার জিম থম্পসনের বাড়িটি একটি জাদুঘর । থাই আর্টওয়ার্ক এবং সাংস্কৃতিক নিদর্শনগুলোর অপূর্ব সংগ্রহ গুলো ঘুরে দেখুন। জিম থম্পসনের জীবন এবং তার কর্মজীবন এব বিষয়ে একজন গাইড বিভিন্ন তথ্য তুলে ধরেন।
কিভাবে তিনি হস্তনির্মিত রেশম নিয়ে কাজ করলেন জানুন। ইতিহাসের সাথে ভ্রমনটি আপনাকে বোর করবে না। থম্পসনের বাড়িটি অসাধারণ ডিজাইন পর্যটকদের মুগ্ধ করে।
07. ক্যালিপসো ক্যাবারেট (Calypso Cabaret Show)
এটি ব্যাংককের তুমুল জনপ্রিয় একটি স্থান। বিভিন্ন ক্যাবারেট শোয়ের জন্য খ্যাতি রয়েছে ব্যাংককের। এই শোতে তারা থাই ঐতিহ্য তুলে ধরে। বিভিন্ন কাহিনী স্থান পায় তাদের পারফর্মেন্সে।
ক্যালিপসো ক্যাবারেট শো-এর গ্লিটজ এবং গ্ল্যামার উপভোগ করুন। গান, নাচ, রোম্যান্স এবং অ্যাডভেঞ্চারের সাথে পারফর্মেন্স চালান দক্ষ শিল্পীরা। জমকালো পোশাক পরে তারা মঞ্চ মাতিয়ে রাখেন, সবাই অবাক হয়ে যায় তাদের পারফর্মেন্স দেখে।
08. ড্রিম ওয়ার্ল্ড থিম পার্ক (Dream World Theme Park)

ব্যাংককের জনপ্রিয় থিম পার্ক ড্রিম ওয়ার্ল্ড থিম পার্কটি। পরিবার আর বন্ধুদের সাথে সুন্দর সময় কাটানোর জন্য আদর্শ স্থান এই পার্ক। এখানে ৩৪ টির বেশি রাইড রয়েছে। সাথে ৪টি রোমাঞ্চকর লাইফ শো এবং ৩ টি অপূর্ব ল্যান্ডস্কেপ , সব মিলিয়ে পার্কটি সেরা।
টর্নেডো, স্কাই কোস্টার বা র্যাপ্টরের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা দেবে এই পার্কটি। আপনি যদি রিলাক্স করতে চান তাহলে ক্যাবল কার , ইন্ডিয়ান বোট বা অ্যান্টিক কারে উঠুন।
09. গ্রিন লাং ব্যাংকক জঙ্গল (The Green Lung Bangkok Jungle Cycle Tour)
গ্রিন লাং ব্যাংকক শহর থেকে অনেক দূরে নদীর কাছের জমিতে তৈরি। কোন এক বিকেলে সাইকেল নিয়ে কিংবা হেঁটেই জংলের ভেতরের পরিবেশ উপভোগ করতে পারেন। চারপাশের অঞ্চল ঘুরে দেখুন স্থানীয়দের গ্রাম, অপরূপ সুন্দর প্রকৃতির খুব কাছাকাছি থাকতে পারবেন এই ট্যুরে।
চাও ফ্রেয়া নদী উপর দিয়ে বয়ে চলা ফেরি দেখুন। জংলের শেষ সিমানায় গিয়ে দেখবেন এক ব্যাংককের এক আলাদা রুপ যে ব্যাংকক খুব বেশি উন্নত নয় , এখানে কোন যান চলাচল নেই। ব্যস্ত ব্যাংকক শহরের কোলাহল থেকে মুক্তি এনে দেয় এই ভ্রমণ। ২৫কিলোমিটার সাইকেল রাইডের অভিজ্ঞতা আপনাকে প্রশান্তি দিবে। চালানোর অভিজ্ঞতা চালিয়ে যান। এ যাত্রায় আপনি আয়ুথায়া আমলের একটি সুন্দর মন্দির দেখতে পাবেন।
ব্যাংককে আসার পরিকল্পনা থাকলে আপনার বাজেট কম এটা ভেবে পিছিয়ে যাবেন না। ব্যাংকক শুধুমাত্র বিলাসবহুল ভ্রমণ দেন পর্যটকরা এমন নয়। এখানে আসা বিপুল পরিমাণ পর্যটকদের অনেকেই কম বা স্বল বাজেটে ভ্রমণে আসেন। তাই আর দেরি না করে ঠিক করে ফেলুন ব্যাংকক প্ল্যান। বিস্তারিত জানতে দেখুন আমুজামু ডট কমের ওয়েবসাইট। তাদের ৫০০ টির বেশি ট্যুর প্যাকেজ আপনার ট্যুর প্ল্যান আরো সহজ করবে।