ভ্রমন পিপাসুদের জন্য ব্যাংকক জনপ্রিয় স্থান। ব্যাংকক কেবল ট্রাভেল স্পট নয় কেনাকাটার জন্য আদর্শ স্থান। আপনি ঘোরাঘুরির ফাকে খুব সস্তায় কিনতে পারবেন ব্যাংকক থেকে। ব্যাংককে রয়েছে অনেক ভালো মানের শপিং সেন্টার। ব্যাংককের রোডসাইড শপ গুলোতেও ভালো পণ্য পাবেন।
ছেলে মেয়ে উভয়ের শপিংয়ের জন্য ব্যাংকক সেরা। জামা, জুতা, স্যান্ডেল, কসমেটিক আইটেম আপনি খুব কমে পাবেন এখানে। শুধু কম দাম নয় ভালো মানের জিনিস পাবেন এখানে। বিশ্বের সবচাইতে সেরা স্পার পণ্যগুলো আপনি পাবেন ব্যাংককে।
একনজরে ব্যাংককের শপিংয়ের সেরা স্থান
- এমবিকে সেন্টার (MBK Center)
- সিয়াম প্যারাগন (Siam Paragon)
- চাটুচাক উইকেন্ড মার্কেট (Chatuchak Weekend Market)
- আইকন সিয়াম (IconSIAM)
- সেন্ট্রাল ওয়ার্ল্ড (CentralWorld)
- তালাদ রট এফআই শ্রীনাকারিন নাইট মার্কেট(Talad Rot Fai Srinakarin Night Market)
- প্রাতুনাম মার্কেট (Pratunam Market)
- ভিক্টরি মনুমেন্ট মার্কেট (Victory Monument Market)
- টার্মিনাল 21 (Terminal 21)
- সেন্টাল এমব্যাসি (Central Embassy)
01. এমবিকে সেন্টার (MBK Center)
দামাদামি করে কেনাকাটার জন্য এমবিকে সেন্টার ব্যাংককে সেরা। তবে এমন নয় যে এমবিকে শপিং মলে নামি দামি ব্র্যান্ড নেই। এমবিকে শপিং সেন্টারে রয়েছে ২ হাজারের মত শপ। এমবিকে সেন্টার ব্যাংককে এত জনপ্রিয় যে প্রতিদিন প্রায় ১ লাখের মত ক্রেতা আসেন।
প্রতিদিন সকাল ১০ টা থেকে শপিং সেন্টারটি খোলা থাকে রাত ১০ টা পর্যন্ত।
ঠিকানা | 444 Phayathai Rd, Khwaeng Wang Mai, Khet Pathum Wan, Krung Thep Maha Nakhon 10330, Thailand |
ম্যাপ | ক্লিক করুন |
02. সিয়াম প্যারাগন (Siam Paragon)
ব্যাংককের সেরা শপিংমলগুলোর মধ্য সিয়াম প্যারাগন অন্যতম। এটি বিলাসবহুল শপিংমল। ২৫০টি শপ রয়েছে সিয়ামে। প্রায় সব নামিদামি টপ ব্র্যান্ড আপনি এখানে পাবেন। ১৬টি স্কিনের বড় সিনেপ্লেক্স রয়েছে। প্রতিদিন সকাল ১০ টায় খোলা হয়। শপিং সেন্টারটিতে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অ্যাকোরিয়াম ।
ঠিকানা | 991 Rama I Rd, Khwaeng Pathum Wan, Khet Pathum Wan, Krung Thep Maha Nakhon 10330, Thailand |
ম্যাপ | ক্লিক করুন |
03. চাটুচাক উইকেন্ড মার্কেট (Chatuchak Weekend Market)
বিশ্বের বৃহত্তম মার্কেটের মধ্যে একটি চাটুচাক উইকেন্ড মার্কেট। ৩৫ একরের বিশাল জমি নিয়ে এই মার্কেট। । এখানে রয়েছে ৮ হাজারের মত স্টল। এ মার্কেটে আপনি মূল্যবান প্রাচীন জিনিস, সিরামিকস, বাড়ির আসবাব পাবেন।
ব্যাংককে থাই হস্তশিল্প কেনার সেরা জায়গা চাটুচাক উইকেন্ড মার্কেট। আর সবচাইতে মজার বিষয় চাটুচাক মার্কেটে আপনি প্রচুর থাই খাবার খেতে পারবেন। কারণ এখানে ৫০০টি খাবারের স্টল রয়েছে।
শনি ও রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ তা পর্যন্ত মার্কেটি খোলা থাকে।
ঠিকানা | สวนจตุจักร Kamphaeng Phet 2 Rd, Khwaeng Chatuchak, Khet Chatuchak, Krung Thep Maha Nakhon 10900, Thailand |
ম্যাপ | ক্লিক করুন |
04. আইকন সিয়াম (IconSIAM)
আইকন সিয়াম মলকে ব্যাংককের “মাদার অফ অল মল” বলা হয়। আইকন সিয়ামে রয়েছে ৩০টি দেশের ৫০০টি শপ বা স্টল। আর সাথে ১০০টি রেস্তোঁরা । চাও ফ্রেয়া নদীর তীরে অবস্থিত এ মলটি। ২০১৮ সালে দের বিলিয়ন ডলারের ব্যয়ে এই উন্নত শপিং মলটি তৈরি করা হয়। এখানে প্রচুর বিখ্যাত ইউরোপিয় দোকান রয়েছে।
আইকনিক সিয়াম প্রতিদিন সকাল ১০টা থেকে খোলা হয়। রাত ১০ টায় আবার বন্ধ করে দেওয়া হয়।
ঠিকানা | 299 Charoen Nakhon Rd, Khwaeng Khlong Ton Sai, Khet Khlong San, Krung Thep Maha Nakhon 10600, Thailand |
ম্যাপ | ক্লিক করুন |
05. সেন্ট্রাল ওয়ার্ল্ড (CentralWorld)
২০১৮ সালে আইকনসিয়াম খোলার আগ পর্যন্ত সেন্ট্রাল ওয়ার্ল্ড ছিল থাইল্যান্ডের বৃহত্তম মল । বর্তমানে বিশ্বের বৃহত্তম মলগুলোর মধ্যে সেন্ট্রাল ওয়ার্ল্ড একটি।
৫০০টি স্টোর রয়েছে এ মলে। প্রায় সব বাজেটের মধ্য শপিংয়ের জন্য সেন্ট্রাল ওয়ার্ল্ডের দোকানগুলো দুর্দান্ত। এখানকার বিক্রেতাদের বেশিরভাগই মিড-রেঞ্জের ক্রেতাদের চাহিদা পূরণ করেন। থাইল্যান্ডের সবচেয়ে বিলাসবহুল সিনেপ্লেক্স রয়েছে এখানে।
ব্যাংককের বেশির ভাগ শপিং সেন্টারগুলোর মত এটিও সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে।
ঠিকানা | 999/9 Rama I Rd, Khwaeng Pathum Wan, Khet Pathum Wan, Krung Thep Maha Nakhon 10330, Thailand |
ম্যাপ | ক্লিক করুন |
06. তালাদ রট এফআই শ্রীনাকারিন নাইট মার্কেট (Talad Rot Fai Srinakarin Night Market)
ভিনটেজ ভক্তদের জন্য রাজ্য এটি। আপনি যদি ভিনটেজ বা মদ্য পানের বিভিন্ন সরঞ্জাম কিনতে চান তাহলে এখানে আসতে পারেন। ব্যাংককের তালা রট এফাআই শ্রীনাকারিন নাইট মার্কেটি তুমুল জনপ্রিয় সারা বিশ্বের ভিনটেজ প্রেমিদের কাছে।
এখানে খাঁটি ভিনটেজ পাওয়া যায়। শুধু তাই নয় বিভিন্ন অ্যান্টিক বা পুরোনো সুন্দর পণ্য এ নাইট মার্কেটে পাওয়া যায়। তাছাড়াও ক্লাসিক গাড়ি, মোটরবাইক, ক্যামেরা এবং আসবাব পাওয়া যায় । অনেকগুলো রেস্তোরা রয়েছে মার্কেটে। বৃহস্পতিবার থেকে রবিবার বিকাল ৫ টা থেকে রাত ১টা পর্যন্ত মার্কেট খোলা থাকে।
ঠিকানা | Srinakarin Soi 51, Nong Bon, Prawet, Bangkok 10250, Thailand |
ম্যাপ | ক্লিক করুন |
07. প্রাতুনাম মার্কেট (Pratunam Market)
এই মার্কেটটি সেরা স্থান জামাকাপড় কেনার জন্য। হাল ফ্যাশান থেকে শুরু করে থাই পোশাক সব ধরনের পোশাকের জন্য জনপ্রিয় প্রাতুনাম মার্কেট। বৈচিত্র্যময় বিভিন্ন পোশাক নিয়ে প্রায় ৪ হাজার দোকান রয়েছে এখানে।
আধুনিক ড্রেসগুলো পাবেন প্রাতুনামের বাইকার টাউয়ারে। প্রতিদিন ১০ টায় খোলে এ মার্কেট।
ঠিকানা | Phetchaburi Rd, Thanon Phaya Thai, Ratchathewi, Bangkok 10400, Thailand |
ম্যাপ | ক্লিক করুন |
08. ভিক্টরি মনুমেন্ট মার্কেট (Victory Monument Market)
ব্যাংককে বাজেট শপিং করার জন্য অন্যতম ভিক্টরি মনুমেন্ট মার্কেট। শপিং মল, ছোট দোকান ও রাস্তার দোকান সব এক নিয়েই এই মার্কেটে । এর কারনেই ক্রেতারা সুবিধা মত কিনতে পারেন। এই মার্কেটে শতাব্দী মুজিপ্লাজা, ভিক্টরি পয়েন্ট ও রাতচাটোয়াই সোই থ্রি থেকে নাইন এগুলো দরকষাকষি করে কেনার জন্য সেরা স্থান।
ভিক্টরি মনুমেন্টে আসলে বোট নুডুস ট্রাই করবেন।
ঠিকানা | 5/11 Phayathai Rd, Thanon Phaya Thai, Ratchathewi, Bangkok 10400, Thailand |
ম্যাপ | ক্লিক করুন |
09. টার্মিনাল 21 (Terminal 21)
টার্মিনাল টুয়েন্টি ওয়ান ব্যাংককের একটি থিম শপিং মল তাই এটা অন্য শপিং মল থেকে আলাদা। বিশ্বের বিভিন্ন দেশ যেমন, ইস্তাম্বুল বা রোমের আকর্ষণীয় দেশগুলোর থিম উপস্থাপন করা হয়েছে এই মার্কেটে।
প্রথমতালায় আপনার মনে হবে আপনি টোকিওতে রয়েছেন। রোমের থিমও উপভোগ করতে পারবেন। পঞ্চম তালায় রেস্তরা। সেন ফ্রান্সিসকোর বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজের মডেলটি দেখতে পারবেন এখানে।
টার্মিনাল 21 বিটিএস স্কাইট্রাইন অশোক স্টেশনের ঠিক পাশেই।
ঠিকানা | 88 Soi Sukhumvit 19, Khlong Toei Nuea, เขตทวีวัฒนา Bangkok 10110, Thailand |
ম্যাপ | ক্লিক করুন |
10. সেন্টাল এমব্যাসি (Central Embassy)
ব্যাংককের সেন্ট্রাল এমব্যাসি শপিং মলটি একটি অতি-বিলাসবহুল লাইফস্টাইল মল। যেখানে হাই ডিজাইনার ষ্টোর আর হাইলি ডেকোরেটেড বিলাসবহুল রেস্তোরা রয়েছে। শপিং মলটি পার্ক হায়াট ব্যাংককের অংশ। এই শপিং মার্কেট থেকে সরাসরি প্লাইন চিট বিটিএস স্কাইট্রাইন স্টেশনের সংযোগ রয়েছে।
ব্যাংককের অন্য শপিং মলগুলোর মত এটিও সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকে।
ঠিকানা | 1031 Phloen Chit Rd, Khwaeng Lumphini, Pathum Wan District, Bangkok 10330, Thailand |
ম্যাপ | ক্লিক করুন |
ব্যাংকক শপিং টিপস
ব্যাংককে শপিং করার গোল্ডেন রুল হচ্ছে এখানে এসে দামাদামি করতে হবে। বিক্রেতা সব পণ্যর দাম বেশি চেয়ে থাকেন তাই দামাদামি করা ছাড়া ব্যাংককে কেনাকাটা অসম্ভব। আর ব্যাংককের বেশির ভাগ দোকানে একসাথে ২ বা ৩ টি পণ্য কিনলে তারা পাইকারি দামি বিক্রি করে। তাই কমদামে দামে ভালো মানের জিনিস কিনতে পারবেন এখান থেকে।