ট্রাভেলের ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম ব্যয়বহুল গন্তব্য হচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। আর ব্যাংকক শহরে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। কেননা, এই শহরে আপনি যেমন বিলাশবহুল ট্যুরের ব্যবস্থা পাবেন তেমনি আবার স্বল্প মূল্যে এমনকি বিনামূল্যে অনেক প্রদর্শনী বা ট্যুরিস্ট স্পট ঘুরে দেখার সুযোগও পাবেন। ১০ বাথ বা তারও কমে যেমন বাসে চড়তে পারবেন তেমনি স্কাইট্রেনের ক্ষেত্রেও মূল্যটা একদমই উপযুক্ত আর হাতের নাগালে।
কিন্তু তাও যদি একজন পর্যটকের জন্য থাইল্যান্ডের ঐতিহ্যবাহী কিছু দেখার সুযোগ মেলে তাও একদমই বিনামূল্যে তাহলে ব্যাপারটা ভালোই। কেননা, ট্যুরে যেয়ে খরচ থেকেই বাঁচা মানেই যেন স্বস্তি। সেইরকম স্বস্তির কথা চিন্তা করেই আজকের আয়োজনে থাকছে ব্যাংককের এমন ১০ টি কাজ যা একদমই বিনামূল্যে। এই ১০টি কাজের জন্য আপনাকে আলাদা করে কোন ডলার বা বাথ গুনতে হবে না।
১. আর্টিস্ট হাউজের পাপেট শো

ঐতিহ্যবাহী থাই পাপেট শো বর্তমানে ম্রিয়মাণ প্রায়; তবে এখনো কিছু জায়গা বা প্রতিষ্ঠান আছে যারা থাই এই সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। সেরকমই একটি জায়গা হচ্ছে ব্যাংককের এই আর্টিস্ট হাউজ; যেখানে ঐতিহ্যবাহী পাপেট শো এর দেখা পাবেন আপনি। বুধবার ব্যতীত সপ্তাহের প্রতিদিনই থানবুড়ির এই আর্ট গ্যালারীতে দুপুর ২টা থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তবে আগেভাগে জেনে যাওয়া ভালো; কেননা, এই অনুষ্ঠানটি মাঝে মধ্যেই ভ্রাম্যমাণ হিসেবে শহরের বিভিন্ন জায়গা জুড়ে ইভেন্ট করে থাকে। পাপেট শো ছাড়াও আর্টিস্ট হাউজও একটি দর্শনীয় স্থান বটে; পেছনের বাগানে আছে ৬০০ বছরের পুরনো বুদ্ধের মূর্তি এবং বারান্দায় আছে আরও কিছু দেখার মতো মূর্তি।
- Location: Soi 28, Wat Kuhasawan, Thonburi, Bangkok Thailand
- Open: Daily from 10am to 6pm
২. লাম্পিনি পার্ক

শহরের ব্যস্ততা আর কোলাহলকে ক্ষণিকের জন্য বিদায় জানাতে আর প্রকৃতির সান্নিধ্যে নিবিড় কিছু সময় কাটানোর জন্য ব্যাংকক শহরের একদম প্রাণকেন্দ্রেই আছে লাম্পিনি পার্ক। সারাদিনই এই পার্কে মানুষজনদের আনাগোনা লক্ষ্য করা যায়। কেউ আসে বেড়াতে, কেউ আসে খানিকটা সময় কাটাতে, বা কেউ আসে ব্যায়াম করতে।
এমনকি অনেকে তো পরিবার পরিজন নিয়ে চলে আসে পিকনিকের আয়োজনে। এখানে রোদ থেকে বাঁচতে অনেক ছাউনির ব্যবস্থা আছে; যেখানে বসে আপনি পড়তে বা খানিকটি জিরিয়ে নিতে পারবেন। শীতকালে (নভেম্বর থেকে মার্চ) প্রতি রবিবার ব্যাংকক সিম্ফোনি অকেস্ট্রার পক্ষ থেকে ক্ল্যাসিকাল এবং জ্যাজ সংগীতের কনসার্ট আয়োজন করা হয়ে থাকে। যা দর্শনার্থীদের জন্য একদমই উন্মুক্ত।
- Location: Rama IV Rd, Lumphini, Pathumwan, Bangkok 10330, Thailand
- Open: Daily from 4.30am to 9pm
৩. ওয়াট মাহাদাতের মেডিটেশন ক্লাস

ঘুরতে যাওয়ার অন্যতম প্রধাণ কারণ থাকে স্ট্রেস থেকে মুক্তি বা রিফ্রেশমেন্ট; আর মেডিটেশন বা ধ্যানের চেয়ে ভালো রিফ্রেশমেন্ট ব্যবস্থা অন্তত এই দুনিয়াতে নেই। আর সেই ব্যবস্থা যদি হয় বিনাম্যূলে তাহলে না যাওয়াটা বোকামিই হবে। ওয়াট মাহাদাত এমনই একটা সুযোগ দিচ্ছে যেখানে আপনি
শহরে বিনামূল্যে মেডিটেশনের ক্লাস করতে পারবেন।
মন্দিরের সন্ন্যাসী এবং পুরোহিতরাই মূলত নিত্যদিনকার এই মেডিটেশন ক্লাসগুলো নিয়ে থাকেন। মাত্র কয়েক ঘণ্টার এই ক্লাসগুলো আপনাকে দারুন কিছু শান্তিপূর্ণ সময় এবং অভিজ্ঞতা দিবে। যদিও বেশিরভাগ ক্লাসই থাই ভাষায় হয়ে থাকে; তবে ঘাবড়াবার কিছু নেই কারণ ইংরেজিতে দক্ষ সন্ন্যাসীরও দেখা মিলবে।
- Location: 3 Maha Rat Rd, Phra Borom Maha Ratchawang, Phra Nakhon, Bangkok 10200, Thailand
- Open: Daily from 9am to 5pm
৪. টার্মিনাল ২১ মল

টার্মিনাল ২১ মল এমন একটি শপিংমল যেখানে আপনি বিশ্বের নামীদামী শপিং ব্র্যান্ডই নয় বরং বিশ্বখ্যাত শহরগুলোর আদলে তৈরি একেকটা ফ্লোর পাবেন। মলের প্রতিটা তলাই আলাদা আলাদা শহরের আদলে তৈরি যার মধ্যে টোকিও, সানফ্রান্সিসকো, প্যারিস এবং লন্ডন অন্যতম।
শপিং করতে করতে হঠাৎ করে দেখলেন লন্ডনের বিখ্যাত টাওয়ার ব্রীজ কিংবা প্যারিসের আইফেল টাওয়ার। স্বভাবতই এখানে ছবি তোলার জন্য দারুণ কিছু স্পট আছে; হয়তোবা কোন বিশাল আকারর বিড়ালের সঙ্গে দাঁড়িয়ে; অথবা কোন রাজকীয় ব্রিটিশ পুলিশদের সঙ্গে দাঁড়িয়ে; কিংবা ইতালির কোন ঝর্ণার সঙ্গে দাঁড়িয়ে।
- Location: Sukhumvit Road, Khlong Toei, Watthana, Bangkok 10110, Thailand
- Open: Daily from 10am to 10pm
৫. রড ফাই মার্কেট

ট্রেন মার্কেট বলতে বুঝায় একটানা লম্বা মার্কেট যেখানে সারি সারি দোকান বসানো এবং ক্রেতাদের সুবিধার্থে দোকানের পন্য অনুসারে জোনও বিভক্ত। রড ফাই মার্কেট হচ্ছে এমনই একটি ট্রেন মার্কেট যা ব্যাংকক শহরের পূর্বদিকে অবস্থিত। ভিন্টেজ বা এন্টিক অথবা প্রাচীনকালের ভালো জিনিস পত্রের দোকান ছাড়াও এই মার্কেট ভালো মানের সেকেন্ড-হ্যান্ড জিনিসপত্রের জন্য বেশ বিখ্যাত।
এমনকি পর্যটকরাও এখানে ঘুরতে আর ঘুরার তালে ভালো কিছু চোখে পড়লে কিনেও নিয়ে যায়। চমৎকার একটা সন্ধ্যা কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা দ্বিতীয়টা নেই ব্যাংককে।
- Location: 51 Srinagarindra Road, Nong Bon, Prawet, Bangkok 10250, Thailand
- Open: Thursday–Sunday from 5pm to 1am (closed from Mondays to Wednesdays)
৬. চায়না টাউনে কুমির দর্শন

চক্রাভাত্রাচাতের ওরামাহাবিহানের ছোট্ট এক পুকুরে বিশ্রামরত এক কুমিরের দর্শন পাওয়া কিন্তু অবাক করা বিষয় একদমই। উন্মুক্ত পরিবেশে এই ভয়ালদর্শন প্রাণীগুলোর দেখা পাওয়া সত্যিই অবাক করা ব্যাপার এবং ফেরার পথে আবার চায়না টাউন ঘুরে দেখার সুযোগ। একের মধ্যে দুই।
আবার ইয়াওয়ারাত রোড ধরে পাঁচ মিনিট হাটলেই দেখা মিলবে পুরনো আর ঐতিহ্যবাহী মন্দিরের। ওরামাহাবিহানের পার্কের ভিতর দিয়ে ঢুকে হাতের বাম দিকে একটু এগুলেই চোখে পড়বে পুকুর। আশেপাশেই দেখতে পাবেন কুমিরকে। তবে ভয়ের কিছু নেই। কারণ, কাচের ডিসপ্লে কেসে থাকে ওটা।
- Location: Chakkrawat, Samphanthawong, Bangkok 10100, Thailand
- Open: Daily from 8am to 6pm
৭. পুরনো শহরের ফুলের মার্কেট

পাক ক্ললং তালাদ হচ্ছে সারাদিন তথা চব্বিশ ঘণ্টা ব্যাপী একটি ফুলের মার্কেট। এই ফুলের মার্কেটে প্রবেশ করলে বাহারী ফুলের রঙে আর বিচিত্র ও দুর্লভ ফুলের গন্ধে আপনি হারিয়ে যাবেন অন্য কোথাও। ব্যাংকক শহরের মধ্যেই ব্যাংককের থেকে দূরে কোথাও হারিয়ে যাবার সুযোগ দেয় এই ফুলের মার্কেট।
পুরনো শহরে অবস্থিত এই ফুলের মার্কেটের আসল মজা ভোরবেলা। ট্রাক ভর্তি করে তাজা আর সতেজ ফুল আসে থাইল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে। তবে সেগুলো নামিয়ে সাজাতে অনেকটা সময় লাগে। আপনি যদি ফুলের মার্কেট ঘুরে দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই খানিকটা বেলা করে যেতে হবে; তখন দেখবেন ফুল বিক্রেতারা ফুলের পসরা সাজিয়ে বসেছে।
- Location: Pak Klong Talad, Memorial Bridge to Khlong Lord, Chak Phet Rd, Bangkok, Thailand
- Open: 24/7
৮. ইরাওয়ান মন্দির ব্যাংকক

ব্যাংককের ইরাওয়ান মন্দির একদিকে যেমন ভক্তদেরকে শ্রদ্ধা নিবেদনের জন্য আকর্ষণ করে তেমনি এর নান্দনিক স্থাপত্যশৈলী প্রতিদিন হাজার হাজার দর্শককে কাছে টানে। থান পাও মাহাপ্রমের স্বর্ণের মূর্তিটি কয়েকশো হলুদ ফুল এবং ধূপের কাঠি দিয়ে ঘেরা আর সজ্জিত থাকে সর্বদা।
এই মন্দিরের অন্যতম প্রধাণ আকর্ষণ হচ্ছে, থাই নৃত্যশিল্পীদের একটা দল দিনে কয়েকবার ঈশ্বরের সন্তুষ্টি কামনায় মনোমুগ্ধকর নৃত্য প্রদর্শন করে থাকে। আপনি এই নৃত্যশৈলী একদম বিনামূল্যে উপভোগ করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই মন্দিরের পবিত্রতা রক্ষার দিকে বিশেষ নজর রাখতে হবে।
- Location: Ratchadamri Rd, Lumphini, Pathumwan, Bangkok 10330, Thailand
- Open: Daily from 6am to 11pm
৯. ব্যাংককের গোপন ট্রেন

পুরনো থানবুড়ি রেলস্টেশনটি অনেকাংশেই ব্যাংককের লুকানো রত্মের সঙ্গে তুলনীয়। ব্যাংককের সিরিজ হাসপাতাল থেকে খুব বেশি দূরে নয় আর স্টেশনটি আকারেও বেশ বড়। আর বাষ্প ইঞ্জিনের ট্রেনের এক বিশাল গুদামঘরও রয়েছে এতে। বিশেষ ইভেন্টের জন্য সজ্জিত রাখা হয়েছে এই ট্রেনগুলো।
বেশিরভাগ ট্রেন আর ট্রেনের ইঞ্জিনই রক্ষিত অবস্থায় রাখা আছে। আপনি যদি বেশ ভালোভাবে তাদের কাছে এটি দেখার আগ্রহ প্রকাশ করতে পারেন; তাহলে এমনকি তারা আপনাকে এই ঐতিহ্যাবাহী ট্রেনের ইঞ্জিন ছাড়াও বগিগুলোও ঘুরে দেখতে দিবে তাও বিনামূল্যে একদম।
- Location: Siriraj, Bangkok Noi, Bangkok 10700, Thailand
১০. এমবিকে সেন্টারের মুয়া থাই
থাইল্যান্ডে মুয়া থাই বক্সিং যে খুব জনপ্রিয় সেটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। এমনকি রাস্তাঘাটে যদি টিভি আর রেডিওতে মানুষ এই বক্সিংয়ের অনুষ্ঠান দেখতে দেখেন তাতেও অবাক হবার কিছু নেই। লাম্পিনি স্টেডিয়ামের একটা মুয়া থাই বক্সিংয়ের টিকেটের দাম প্রায় এক হাজার বাথ; কিন্তু যদি আপনি এমবিকে সেন্টারে যান তাহলে আপনাকে কোন খরচই করতে হবে না।
প্রতি মাসের শেষ বুধবারে এমবিকে ফাইট নাইট হয় শপিংমলের বাইরের দিকটাতে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই ফাইটাররা জুনিয়র হয়ে থাকে তবে তাদের একশন দেখেও মুগ্ধ না হয়ে থাকা যাবে না।
- Location: MBK Center, 444 Phayathai Road, Wang Mai, Pathumwan, Bangkok 10330, Thailand
- Open: Daily from 10am to 10pm
- Phone: +66 (0)84 001 9876
ট্যুরে যেয়ে খরচ থেকেই বাঁচা মানেই যেন স্বস্তি। সেইরকম স্বস্তির কথা চিন্তা করেই আজকের আয়োজনে থাকছে ব্যাংককের এমন ১০ টি কাজ যা একদমই বিনামূল্যে। এই ১০টি কাজের জন্য আপনাকে আলাদা করে কোন ডলার বা থাই বাথ গুনতে হবে না।