থাইল্যান্ড যাবেন আর ফি ফি আইল্যান্ড যাবেন না এমন তা হয় না। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল ক্রাবিতে ফি ফি আইল্যান্ড থাইল্যান্ডটি অবস্থিত। ক্রাবির মূল আকর্ষণ ফি ফি আইল্যান্ড। ক্রাবির আন্দামান সাগরের উপর ফি ফি আইল্যান্ড অবস্থিত। আর ফি ফির আশে পাশে আরো কিছু সুন্দর জায়গা রয়েছে যেগুলো আপনি ফি ফিতে গেলে দেখতে পারবেন।
ফি ফি আইল্যান্ডে যাত্রা শুরু

ফি ফি আইল্যান্ডে যেতে ফুকেট বা ক্রাবি দুই জায়গা থেকেই যেতে পারবেন। যেভাবেই যান আপনাকে প্রথমে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ডোমেস্টিক ফ্লাইটে করে ক্রাবি অথবা ফুকেটে যেতে হবে। ব্যাংককে সুবর্ণভূমি বিমানবন্দর আর ডন মুয়াং বিমানবন্দর রয়েছে। বাংলাদেশ থেকে বাংলাদেশ বিমান বা থাই এয়ারে গেলে আপনাকে নামতে হবে সুবর্ণভূমি বিমানবন্দরে। এখান থেকেই আপনি ফুকেট বা ক্রাবি যেতে পারবেন।
তবে সুবর্ণভূমি বিমানবন্দর থেকে ডোমেস্টিক ফ্লাইটগুলোর ভাড়া বেশি নেওয়া হয়। ডন মুয়াং বিমানবন্দর থেকে ছাড়া হয় থাইল্যান্ডের ডমেস্টিক ফ্লাইটগুলো। এখাকার ভাড়া সুবর্ণভূমি থেকে কম। তাই যদি বাজেট ট্যুর করতে চান তাহলে বেস্ট হবে ডন মুয়াং থেকে ক্রাবি বা ফুকেটের উদ্দেশ্যে যাত্রা করা।
ফি ফি আইল্যান্ডে বিচরণ
আপনি যদি কোন ঝামেলা ছাড়া ফি ফি আইল্যান্ডের অপ্রুপ দৃশ্য উপভোগ করতে চান তাহলে সবচেয়ে ভালো হবে আগে থেকে কোন ট্যুর প্যাকেজ নিয়ে নেওয়া। আপনি অনলাইনেই ফি ফি আইল্যান্ডের ট্যুর প্যাকেজ বুকিং করতে পারবেন। এতে হোটেল
ভ্রমণবৃত্তান্ত অনুযায়ি হোটেল থেকে আপনাকে ফি ফির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। আপনাকে বোট ভাড়া করা বা ল্যাঞ্চ করা নিয়ে ভাবতে হবে না।
ইন্টারন্যাশনাল ট্র্যাভেল প্ল্যাটফর্ম আমুজামু ডট কম থেকে আপনি দেশে থাকা অবস্থায়েই ফি ফি আইল্যান্ড ট্যুর আর অ্যাক্টিভিটিস বুকিং দিতে পারবেন।
ফি ফি আইল্যান্ডে যাওয়ার ভিন্ন ভিন্ন মাধ্যম –
ক্রাবি বা ফুকেট থেকে সকাল ৮.৩০ থেকেই ফি ফির উদ্দেশ্য বোট বা স্পিডবোট গুলো যাত্রা শুরু করে। সময় লাগে ২ ঘণ্টা থেকে ২ ঘণ্টা ৩০ মিনিটের মত। জনপ্রতি ১২০০ বাত থেকে ১৪০০ বাত খরচ হবে আপনি বোট বা স্পিডবোট নিতে পারবেন।
ফি ফি আইল্যান্ডস ট্যুর বাই স্পিডবোট

আপনি স্পিডবোটে যেতে পারেন ফি ফি আইল্যান্ডে । এর সুবিধা হচ্ছে আপনি ফি ফিতে যাওয়ার পথে কয়েকটি জনপ্রিয় দর্শনীয় স্থান দেখতে পারবেন। যার মধ্য রয়েছে , বাম্বো আইসল্যান্ড, ভাইকিং গুহা, লোহ সামাহ বে, পাইলেহ উপসাগর, মায়া বে, মাংকি সৈকত, ফি ফি ডন এবং হিন ক্লং। আপনি যদি একা ফি ফি আইল্যান্ডে ট্যুরে যান তবে স্পিডবোটে যেতে পারেন। কারণ এতে আপনার বোর লাগবে না। ক্রাবি থেকে স্পিডবোটে যাত্রা শুরু হয় ফি ফি আইল্যান্ডের উদ্দেশ্য। ফি ফি দ্বীপপুঞ্জ স্পিডবোট ট্রিপ আপনার অনেক ভালো লাগবে
স্পিডবোটে করে সবচাইতে তাড়াতাড়ি ফি ফি আইল্যান্ডে যেতে পারবেন। সময় বাচানোর জন্য এই ট্যুর বেস্ট। তবে অসুবিধা হচ্ছে স্পিডবোটের গতির কারণে ঠিক মত ছবি তুলতে পারবেন না। যদি স্পিডবোটে চড়তে ভয় পান কিংবা সি সিকনেস থাকে তাহলে স্পীডবোট বাদ দিন।
ফুকেট টু ফি ফি আইল্যান্ডস ট্যুর চার্টার বোট
ক্রাবি থেকে শুধু স্পিডবোট নয় , চার্টার বোটে করেও ফি ফি আইল্যান্ডে যেতে পারবেন। ফুকেট এবং এর চারপাশের দ্বীপগুলোর সৌন্দর্য উপভোগ করুন চার্টার বোটে ভ্রমণ করে। ট্যুরের আনন্দ আরো বাড়তে ও ফি ফি আইল্যান্ড এবং এর চারপাশের উষ্ণমণ্ডলীয় দ্বীপগুলোতে বেশি সময় কাটানোর জন্য চার্টার বোট নিতে পছন্দ করেন অনেক ট্যুরিস্ট। এর কারণ এই বোটের ধীর গতি।
এই বোটের গতি স্পিডবটের গতির থেকে ধীর হয়। আর তাই সময় কিছুটা বেশি লাগে। কিন্তু চার্টার বোটে আপনি গতি কম থাকায় ঠিক মত সুন্দর ভাবে ছবি তুলতে পারবেন বোটে বসেই। আর বোটে থাকার সময় চারপাশের দ্বীপের সাথে আরো বেশি মিশে যাবেন। আপনি যখন পরিবারের সাথে ফি ফি আইল্যান্ডে যাবেন তখন চার্টর বোটে করে যাওয়াই ভালো।
ফি ফি আইল্যান্ডস ট্যুর বাই লংটেল বোট

ফি ফি আইল্যান্ডে তিন ধরণের বোটে করে যাওয়া যায়। স্পিডবোট ও চার্টার বোটের পাশাপাশি লং টেইল বোটে করেও আপনি ফি ফি আইপ্যান্ডে যেতে পারবেন। থাইল্যান্ডের জনপ্রিয় বোট হচ্ছে লং টেইল বোট । এই বোটে করে যাওয়ার সময় থাই ফিলিংস পাবেন। লং টেইল বোট এর বিশাল আঁকার, রং আর থাই ঐতিয্যর জন্য জনপ্রিয়। ক্রাবি থেকে লং টেইল বোট ভাড়া করতে পারবেন। লং টেইল বোট চার জনের জন্য আদর্শ।
ছোট ভ্রমণ গ্রুপ বা কাপেল ট্যুরের জন্য লং টেইল বোটে যাওয়া ভালো। নিজেরা নিজেদের মত করে ঘুরতে পারবেন। ইচ্ছে করলেই দ্বীপে ঝাঁপিয়ে সাঁতার কাটতে পারবেন। পছন্দের কোন প্লেস দেখলে ক্যামেরায় তুলে রাখতে পারেন সেরা মুহূর্তের ছবি। মূলত নিজের ইচ্ছে মত ট্যুরের জন্য লং টেইল বোটে যাওয়া ভালো। তবে মনে রাখবেন স্পিডবোটের থেকে কোন বোটই ফি ফি তে দ্রুত যেতে পারে না।
যা যা দেখতে পারবেন
ফি ফি আইল্যান্ডের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখতে প্রতিদিন ট্যুরিস্টরা ভিড় করেন। ফি ফি আইল্যান্ড হচ্ছে ক্রাবির প্রাণ। ফি ফির পাহাড়, স্বচ্ছ জল, চিকচিকে বালি, প্রাকৃতিক পরিবেশ ট্যুরিস্টদের মুগ্ধ করে। অসাধারণ দৃশ্য সব ক্লান্তির অবসান করে মনে এক ভিন্ন অনুভূতি দেয়।
ফি ফি যাওয়ার সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি শুধু ফি ফি আইল্যান্ড নয় তার সাথে আরো আসেপাশের কয়েকটি জনপ্রিয় স্থান দেখতে পারবেন। যার মধ্য রয়েছে বাম্বো আইস্ল্যান্ড, ভাইকিং গুহা, হোহা সামাহ বে, পাইলেহ উপসাগর, মায়া বে, মাংকি সৈকত, ফি ফি ডন এবং হিন ক্লং। যদি আপনি কোন ট্যুর প্যাকেজ নেন তবে কিছু সুবিধা পাবেন যার মধ্য রয়েছে , একসাথে কোন ঝামেলা ছাড়াই জনপ্রিয় স্থানগুলো দেখার সুযোগ।
ফি ফি দ্বীপপুঞ্জ ঘুরেবেড়ানোর সময় গুলো অসাধারণ। এখানে আপনি শান্ত নীল সমুদ্র পাশাপাশি আশেপাশের দ্বীপগুলো উপভোগ করতে পারবেন। আপনি এখানে সূর্য স্ন্যান উপভোগ করতে পারেন। লেগুন এবং ভাইকিং গুহায় ভ্রমণ আরো ভালো লাগবে। জাতীয় উদ্যানে গেলেও অনেক ভালো লাগবে। ঘন গ্রীষ্মমন্ডলীয় বন তার সবুজ ভালোবাসায় আপনাকে স্বাগত জানাবে ফি ফি আইল্যান্ডে।
ফি ফিতে দ্বীপগুলো তাদের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে অপেক্ষায় থাকে কখন তা্দের রুপ দেখতে আসবে পর্যটকের দল। বালুকাময় সৈকত, উষ্ণ বন এবং গ্রীষ্মমন্ডলীয় আবহাওয়া সব কিছুই সুন্দর এখানে। এক জন অভিজ্ঞ গাইড আপনাকে সব বিখ্যাত স্থানগুলো দেখতে সাহায্য করবে।
কিছু সেরা প্যাকেজ
- ১ দিন ফি ফি আইল্যান্ড ট্যুর
- স্পিডবোটে ফি ফি আইল্যান্ড
- স্বদেশি ফি ফি আইল্যান্ড প্রিমিয়াম ট্যুর
- ফুকেট/ ক্রাবি টু ফি ফি আইল্যান্ড ট্যুর
অ্যাক্টিভিটিস
থাইল্যান্ড বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য বিশ্বে জনপ্রিয়। শুধু কিন্তু থাইল্যান্ডের সৌন্দর্য নয় ওয়াটার অ্যাক্টিভিটিগুলো উপভোগ করার জন্য অনেক ট্যুরিস্ট আসেন থাই দেশে। আর ফি ফি আইল্যান্ডে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি সুইমিং আর স্নোরকেলিং এর মত মজার অ্যাক্টিভিটিস উপভোগ করতে পারবেন ।
এখানে ট্যুরিস্টদের সুরক্ষার কথা চিন্তা করে প্রয়োজনীয় নিরাপত্তার সরঞ্জাম দেওয়া হয়। এই অঞ্চলটি বিশ্বের জনপ্রিয় স্নোকার্কলিং স্পট হিসেবে পরিচিত। আপনি এখানে সমুদ্রে ডুব দিয়ে মাছ ধরতে পারেন। শুধু তাই নয় ফি ফি আইল্যান্ডে ওয়াটার অ্যাক্টিভিটিসের মধ্য স্কুবা ড্রাইভিং,সুইমিং, কায়াকিং অসাধারণ অনুভূতি দিবে আপনাকে।

ফি ফি আইল্যান্ডের রঙিন প্রবালগুলো আপনাকে বিস্মিত করবে। স্বচ্ছ নীল জল দেখে ফি ফি আইল্যান্ডে কাটানো প্রতিটি সেকেন্ডে উপভোগ করবেন। এখানকার মাছেদের সাথে খেলতে পারবেন। আপনি চাইলেই সাগরে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটতে পারেন।
এখানকার জল সাঁতার কাটার জন্য উপযোগি। ফি ফি দ্বীপপুঞ্জ ট্রিপ আপনার অনেক ভালো লাগবে। ফি ফির পরিবেশ আপনার মন ভালো করে দিবে। এখানকার চমৎকার আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য বিস্মিত করে। স্বচ্ছ সমুদ্রের পানিতে সাঁতার কাটার অন্যরকম অনুভূতি এনে দেয়।
ফি ফি আইল্যান্ডে খাওয়া দাওয়া
ফি ফি আইল্যান্ডে পৌছানোর পর সেরে নিতে পারেন দুপুরের ল্যাঞ্চ। অনেকসময় ট্যুর প্যাকেজে বুফে ল্যাঞ্চ থাকে। যদি আপনি ফুডি তবে সবচেয়ে ভালো হবে বুফে ল্যাঞ্চ করা কারণ ফি ফি আইল্যান্ডের খাবারগুলো খুবই সুস্বাদু। সমুদ্র সৈকত মানেই মজাদার সি ফুড আর বিভিন্ন জুস এগুলো খেতে ভুলবেন না। ফি ফির বিভিন্ন অ্যাক্টিভিটিস আর খাবার উপভোগ করার জন্য ট্যুর প্যাকেজ কেনা সবচাইতে ভালো এতে খরচ যেমন করবে আপনার ঝামেলাও কমে যাবে।
ফিরে আসা
আপনি যদি ফি ফি আইল্যান্ডে রাত থাকতে না চান তাহলে বিকাল ৫ টার মধ্য রওনা দিতে হবে। ট্যুর প্যাকেজ নিলে প্যাকেজে ফিরার সময় দেওয়া থাকবে। সারাদিন কাটানোর পর ফি ফি আইল্যান্ডে যদি ১ রাত থাকেন তাহলে ফি ফির রাতের সৌন্দর্য দেখতে পারবেন। আর রাতে ফি ফি আইল্যান্ডের ডিনার অন্যরকম অনুভূতি দিবে।
সকালের সূর্যোদয় দেখতে পারবেন। এর পর সকালের নাস্তা শেষ করে যাত্রা শুরু করতে পারেন। যদি আপনি ফুকেট থেকে ফি ফি আইল্যান্ডে যান তাহলে ফেরার সময় ক্রাবি হয়ে ফিরলে ক্রাবি দেখা হয়ে যাবে। আর যদি ক্রাবি হয়ে যান হবে আপনি ফি ফি থেকে ফুকেটে যেতে পারেন।
যা যা সাথে রাখবেন
- ক্যামেরা
- এক্সটা জামাকাপড় ও টাওয়াল
- সান গ্লাস
- সানক্রিম
- সান ক্যাপ
- সি বিচ স্যান্ডেল