থাইল্যান্ড ঘুরতে গিয়ে পাতায়া ঘুরতে না যাওয়াটা সত্যিই দুঃখের হবে। ব্যাংকক থেকে মাত্র ১৫৮ কিলোমিটার দূরে অবস্থিত পাতায়া হানিমুন স্পট হিসেবে বিশেষ খ্যাতিসম্পন্ন। সমুদ্রের হাতছানির পাশাপাশি আছে কৃত্রিম নৈসর্গিক সৌন্দর্য। পাতায়া নামটার সাথেই জড়িত আছে থাইল্যান্ডের বিনোদনের সেরা সব সুবিধাসমূহ। পাতায়াতে দেখার আর ঘুরার জায়গার অভাব নেই। কিন্তু আপনি যদি নাইই জানেন যে কি আছে দেখার? তাহলে কোথায় ঘুরবেন আর কি দেখবেন? তাই আজকের আয়োজনে থাকছে পাতায়ার দর্শনীয় স্থানগুলো নিয়ে বিস্তারিত আলোচনা।
এক নজরে সেরা ১০ পাতায়ার দর্শনীয় স্থান সমূহ
- নংনুচ ট্রপিক্যাল বোটানিক্যাল গার্ডেন
- রামায়ানা ওয়াটার পার্ক
- পাতায়া ফ্লোয়েটিং মার্কেট
- আন্ডারওয়াটার ওয়ার্ল্ড পাতায়া
- কোরাল আইল্যান্ড পাতায়া
- পাতায়া ডলফিন ওয়ার্ল্ড
- শ্রীরাচা টাইগার জু
- ফ্রস্ট ম্যাজিকাল আইস অফ সিয়াম পাতায়া
- রিপ্লিস বিলিভ ইট অর নট
- দ্য স্যাংচুরী অব ট্রুথ পাতায়া
01. নংনুচ ট্রপিক্যাল বোটানিক্যাল গার্ডেন

পাতায়ার খুব কাছেই অবস্থিত এই উদ্যানটি পৃথিবীর অনিন্দ্য সুন্দর দশটি উদ্যানের মধ্যে একটি। বিভিন্ন প্রজাতির গাছের সমারোহ এই উদ্যানটি ইতিমধ্যেই বেশ অনেকগুলো পুরষ্কার পেয়েছে এর প্রাকৃতিক আর নান্দনিক সৌন্দর্যের জন্য। পাতায়ার দর্শনীয় স্থানই নয় কেবল বরং পাতায়ার জনপ্রিয় স্থানেও পরিণত হয়েছে এই উদ্যান। বাটারফ্লাই গার্ডেন থেকে শুরু করে ক্যাকটাস গার্ডেন, এমনকি ট্রাডিশনাল এশিয়ান ট্রপিক্যাল গার্ডেনসহ অনেক কিছু দেখতে পাওয়া যাবে এখানে।
ছোটখাটো একটা চিড়িয়াখানারও দেখা মিলবে এই উদ্যানে। এলিফ্যান্ট শো’র পাশাপাশি ঐতিহ্যবাহী অনেক শো অনুষ্ঠিত হয়। এছাড়া এখানে বিভিন্ন সময়ে নানা ধরণের অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। পরিবারের সকলকে নিয়ে এখানে এসে এই উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য যতটা না মুগ্ধ করবে তার চাইতে বেশি অবাক হবেন হাজার প্রজাতির উদ্ভিদের সাথে পরিচিত হয়ে।
প্রবেশ টিকিট মূল্য | ৪২০฿ থেকে শুরু |
টিকিট বুকিং লিঙ্ক | বোটানিক্যাল গার্ডেন টিকিট |
সময়সূচি | প্রতিদিন সকাল ৮:০০ – সন্ধ্যা ৬:০০ পর্যন্ত |
02. রামায়ানা ওয়াটার পার্ক

পাতায়াতে চালু হওয়া ওয়াটার বেইজড প্রথম থিম পার্ক হচ্ছে রামায়ানা ওয়াটার পার্ক। এটি বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম ওয়াটার পার্ক বলেই খ্যাত। আর তাই পাতায়ার সেরা দর্শনীয় স্থান হিসেবেও পেয়েছে খ্যাতি আর মর্যাদা। এর চারপাশের শ্যামল সবুজ প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুহূর্তেই করে তুলবে চনমনে আর প্রাণবন্ত। এছাড়া আপনার জন্য এখানে থাকছে টান টান উত্তেজনায় ভরা চমৎকার সব রাইড।
মজার মজার সব রাইড যেমন, অ্যাকুয়াকোন্ডা, লেজি রিভার, ওয়েভপুল সহ অনেক কিছু আছে এখানে। যা আপনাকে দেবে অ্যাডভেঞ্চারের অনুভূতি। রাইড ছাড়াও আন্তর্জাতিক মানের রেস্টুরেন্টে হবে স্বাদের অ্যাডভেঞ্চার। রিল্যাক্সের জন্য থাই স্পা আর ম্যাসাজ সার্ভিসও থাকছে।
প্রবেশ টিকিট মূল্য | ৯০০฿ থেকে শুরু |
টিকিট বুকিং লিঙ্ক | রামায়ানা ওয়াটার পার্ক টিকিট |
সময়সূচি | প্রতিদিন সকাল ১০ টা – সন্ধ্যা ৬ টা |
03. পাতায়া ফ্লোয়েটিং মার্কেট

ভাসমান বাজার কার না ভালো লাগে? ছোট ছোট নৌকায় চড়ে বেড়ানো, গ্রামীণ জীবনযাপনকে খুব কাছ থেকে দেখা এবং তাজা আর সতেজ সব ফলমূলের দেখা পাওয়া। হ্যাঁ, পাতায়া ভাসমান বাজারে আপনি এই সকল সুবিধাই পাচ্ছেন। ২০০৮ সালে নির্মাণ হবার পর থেকেই এটি তার স্বতন্ত্র জনপ্রিয়তা বজায় রাখতে সক্ষম হয়েছে। বর্তমানে এটি পাতায়ার অন্যতম প্রধান নদী কেন্দ্রিক ভাসমান বাজারে পরিণত হয়েছে। আর পরিণত হয়েছে পাতায়ার দর্শনীয় স্থানের শীর্ষ তালিকায়। এ মার্কেটের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে, ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারদাবার আর ফল-ফলাদির আইটেম। এছাড়াও এখানে পাবেন বিভিন্ন স্যুভেনিয়রের বিশাল সমাহার।
ছোট ছোট নৌকায় করে বিক্রেতারা পণ্যের পসরা সাজিয়ে বসে আর ক্রেতারা নিজেদের পছন্দমতো বাছাই করে নেয়। থাই সংস্কৃতির পুরনো একটা রেশ পাওয়া যায় এই ভাসমান বাজারে। পাশাপাশি গ্রামীণ জীবনের দারুণ একটা জীবনযাত্রা দেখা যায় এখানে। থাইল্যান্ডের চারটি রাজ্য থেকে এখানে পণ্য আসে। ১১৪টিরও বেশি ছোট্ট ছোট্ট দোকানের দেখা মিলবে এখানে। জিনিসপত্রের পাশাপাশি জিভে জল আনা নানা খাবারের স্বাদ নিতে পারবেন। স্থানীয় ঐতিহ্যবাহী নৌকার পসরার পাশাপাশি আপনি কাঠের মিউজিয়াম, এমনকি একটি ফুলেল এলাকাও ভ্রমণ করতে পারবেন। এই মার্কেটে বিভিন্ন শো-ও প্রদর্শন করা হয়ে থাকে।
প্রবেশ টিকিট মূল্য | ৬০০฿ থেকে শুরু |
টিকিট বুকিং লিঙ্ক | পাতায়া ফ্লোয়েটিং মার্কেট টিকিট |
সময়সূচি | প্রতিদিন সকাল ৯:০০টা – রাত ৮:০০টা |
04. আন্ডারওয়াটার ওয়ার্ল্ড পাতায়া

পানির নীচের রাজ্য সবসময়ই অবাক করা। কেননা, অজানার বিষয়ে জানার অদম্য ইচ্ছে প্রতিটি মানুষের সহজাত প্রবৃত্তি। বিজ্ঞানের বইতে পড়া কিংবা টিভিতে দেখা অথবা অচেনা-অজানা অসংখ্য প্রজাতির জলজ প্রাণী আর জলজ উদ্ভিদের দেখা মিলবে এই অ্যাকুরিয়ামে। বিদেশী ট্যুরিস্টদের সাথে স্থানীয় ট্যুরিস্টরাও সাথে করে বাচ্চা নিয়ে সারা বছরই আসে এই অ্যাকুরিয়ামে। এই অ্যাকুরিয়াম তো তাই থাকছে পাতায়ার সেরা দর্শনীয় স্থানের তালিকায়।
সামুদ্রিক জলজ প্রাণী দিয়ে পূর্ণ এই অ্যাকুরিয়াম সদৃশ জায়গাটি আসলে প্রশংসার দাবীদার। গ্রীষ্মপ্রধান অঞ্চলের রঙিন সব মাছ, কই মাছ, রে মাছ, জেলি মাছ, শার্ক এবং আরও অন্যান্য মাছেদের এক বিশাল সংগ্রহশালা এটা। ওপেন ওশেন জোন, কোরাল রিফ জোন এবং বিশালাকারের সিয়াম জোনের মতো আরও ভিন্ন ভিন্ন জোনে বিভক্ত এই পুরো স্পটটি। আপনি চাইলে সমুদ্রের তলদেশে টানেল সদৃশ অ্যাকুরিয়ামের মধ্য দিয়ে হেঁটে হেঁটে জলজ দুনিয়া উপভোগ করতে পারবেন।
প্রবেশ টিকিট মূল্য | ২৯০฿ থেকে শুরু |
টিকিট বুকিং লিঙ্ক | আন্ডারওয়াটার ওয়ার্ল্ড টিকিট |
সময়সূচি | প্রতিদিন সকাল ৯টা – সন্ধ্যা ৬টা (প্রবেশের শেষ সময় ৫.৩০টা) |
05. কোরাল আইল্যান্ড পাতায়া

কোহ লার্ণ নামে পরিচিত কোরাল আইল্যান্ড হচ্ছে পাতায়ার সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। শুভ্র সুন্দর বালিয়াড়ি এবং ফিরোজা রঙের জলের সৌন্দর্য ভাষায় প্রকাশের নয়। প্রবালপ্রাচীরে ভরা স্বচ্ছ পানির নীচের রাজ্যে আপনাকে স্বাগতম। সুইমিং, স্নোরকেলিং, ওয়াটার স্কাইং, প্যারাসেইলিং, উইন্ডসার্ফিংসহ আরও দুর্দান্ত আর রোমাঞ্চকর সব একটিভিটিজ পাবেন এই পাতায়া দ্বীপে। আর তাই তো, পাতায়ার দর্শনীয় স্থানের শীর্ষে উঠে এসেছে এই দ্বীপের নাম।
সৈকতে শুয়ে আরাম করা কিংবা সানবাথের মতো বিলাশিতার সুযোগও থাকছে। পাশাপাশি ক্ষুধার ক্লান্তি যেন আপনাকে ধরাশায়ী করে ফেলতে না পারে; সেজন্যে থাকছে মনোরম প্রাকৃতিক পরিবেশে বসে বুফেতে খাবারের ব্যবস্থা। কোরাল আইল্যান্ড পাতায়া ট্যুর সম্পর্কে বিস্তারিত এখান থেকে জেনে নিন।
প্রবেশ টিকিট মূল্য | ৪০০฿ থেকে শুরু |
টিকিট বুকিং লিঙ্ক | কোরাল আইল্যান্ড ট্যুর টিকিট |
সময়সূচি | পাতায়ার আশেপাশের হোটেল থেকে সকাল ৮ টায় পিকআপের সময় |
06. পাতায়া ডলফিন ওয়ার্ল্ড

জলজ প্রাণীদের মধ্যে ডলফিনই সবচেয়ে বেশি বুদ্ধিমান। তাই যে কোন বয়সী মানুষের কাছেই ডলফিনের সান্নিধ্য বেশ আনন্দদায়ক আর বিনোদনের অন্যতম উৎস। আর পাতায়াতে ঘুরতে এসে, আপনিও অবশ্যই পরিবারের সবাইকে নিয়ে দারুণ কিছু সময় উপভোগ করতে চাইবেন। তাহলে আপনার অপেক্ষায় আছে পাতায়ার অন্যতম দর্শনীয় স্থান পাতায়া ডলফিন ওয়ার্ল্ড।
ডলফিন ওয়ার্ল্ডে আপনি পাবেন প্রশিক্ষিত আর বন্ধুসুলভ এক ঝাঁক ডলফিনের দেখা। এছাড়া আপনি অন্যান্য এক্টিভিটিজ, যেমন- কৃত্রিম রক ক্লাইম্বিং, ঘোড়সওয়ার, এটিভি বা স্পা সুবিধা নিতে পারেন। আর আপনার ক্ষুধাও পূরণ করতে পারবেন এই ডলফিন ওয়ার্ল্ডে। সোমবার থেকে রবিবার খোলা থাকে এই ডলফিন ওয়ার্ল্ড। ডলফিন শো এর সময়সূচী দৈনিক পাঁচ রাউন্ড।
প্রবেশ টিকিট মূল্য | ৪৪৯฿ থেকে শুরু |
টিকিট বুকিং লিঙ্ক | ডলফিন ওয়ার্ল্ড টিকিট |
সময়সূচি | খোলা থাকে: বৃহস্পতি-রবিবার |
07. শ্রীরাচা টাইগার জু

শ্রীরাচা টাইগার হচ্ছে রয়েল বেঙ্গল টাইগার নিয়ে বানানো একটা ছোটখাটো চিড়িয়াখানা। বাঘই এখানকার প্রধান আকর্ষণ। সফল প্রজনন আর বিশেষ যত্নের কারণে এখানে হৃষ্টপুষ্ট বাঘের সংখ্যা প্রায় ৪০০টি! মাঠে খেলাধুলা অবস্থায় বাঘেদের যেমন দেখতে পাবেন তেমনি আবার ছোট ছোট বাঘ শাবকদের আপনি দুধও খাওয়াতে পারবেন কোলে নিয়ে। বাঘ ছাড়া কুমির, উটপাখি, উট, ক্যাঙ্গারু আর বিশাল খাঁচা ভর্তি বর্ণিল সব পাখি।
কুমিরের কুস্তি, শূকরের দৌড় প্রতিযোগিতা এবং অনন্য অসাধারণ সার্কাসসহ আরও অনেক বিনোদনের সমারোহ এখানে। ৯০ হাজারেরও বেশি কুমির আছে এইখানে। মে থেকে আগস্টে ক্রোকোডাইল এগস ব্রেকিং ফেস্টিভ্যাল হয় যেখানে অনেক মজা হয়ে থাকে। এছাড়া, ঘুরতে ঘুরতে ক্ষুধার ক্লান্তিতে থাকছে পেট ঠান্ডা করার জন্য এক দারুণ স্বাদের খাবার সরবরাহ করা রেস্টুরেন্ট। এসকল কারণেই পাতায়ার সেরা দর্শনীয় স্থানে জায়গা করে নিয়েছে চিড়িয়াখানাটি।
প্রবেশ টিকিট মূল্য | ৩৯৯฿ থেকে শুরু |
টিকিট বুকিং লিঙ্ক | শ্রীরাচা টাইগার জু টিকিট |
সময়সূচি | প্রতিদিন সকাল ৮ -৬ টা |
08. ফ্রস্ট ম্যাজিকাল আইস অফ সিয়াম পাতায়া

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ হওয়াতে থাইল্যান্ডের আবহাওয়া যে খানিকটা উষ্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই গরম আবহাওয়াতেও সুবিশাল এক বরফের রাজ্য পাচ্ছেন আপনি থাইল্যান্ডে। প্রায় ৩০ হাজার স্কয়ার ফিটের আইস কিংডমের নাম ফ্রস্ট ম্যাজিকাল আইস অফ সিয়াম পাতায়া। আইস থিম এই পার্কে সব ধরনের বিনোদনের ব্যবস্থা আছে আপনার এবং আপনার পরিবারের জন্য।
মেরু অঞ্চলের ১০ ডিগ্রী সেলসিয়াসের ঠান্ডায় দাঁতে দাঁত লেগে যাবার অবস্থা হয় যেন এই পার্কে। এই পার্কটি মূলত তিনটি ভাগে বিভক্ত। বরফের বিশাল চাই কেটে বানান বিশাল মূর্তি, গাছ আর বালির সমন্বয়ে তৈরি অসাধারণ সব স্থাপনা আপনাকে মুগ্ধ করবে। আর ফ্রস্ট ভিলেজের খাবারের স্বাদ আপনাকে অতুলনীয়তার স্বাদ দেবে। গরম কাপড় আনতে ভুলে গেলেও সমস্যা নেই; কেননা থাকছে কাপড় ভাড়া করার সুব্যবস্থা।
প্রবেশ টিকিট মূল্য | ৩৭৯฿ থেকে শুরু |
টিকিট বুকিং লিঙ্ক | ফ্রস্ট ম্যাজিকাল আইস অফ সিয়াম টিকিট |
সময়সূচি | প্রতিদিন সকাল ৯ – সন্ধ্যা ৭ টা |
09. রিপ্লিস বিলিভ ইট অর নট

আমরা কমবেশি সকলেই জানি যে, রিপ্লিসের মূল সংস্করণের জাদুঘরটি আমেরিকাতে অবস্থিত। তবে থাইল্যান্ডেও এর একটি থাই সংস্করণ আছে। যা ইতিমধ্যেই দর্শকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে বিশ্বব্যাপী। আর অন্তর্ভুক্ত হয়েছে থাইল্যান্ডের সেরা দর্শনীয় স্থানে। অদ্ভুত অদ্ভুত সব জিনিস এখানে দেখতে পাওয়া যাবে। বেশ অদ্ভুত সব জিনিসের সমন্বয়কে মোটামুটি ১০টি ভাগে ভাগ করেছে এ মিউজিয়ামটি। ১০ ধরণের থিমের এই গ্যালাারীতে প্রায় ৩৫০টিরও বেশি সত্যিকারের অদ্ভুত সব জিনিস দেখা যাবে।
ভয়ের আবহ তৈরির জন্যে আছে হন্টেড অ্যাডভেঞ্চার। স্পেশাল ইফেক্টের পাশাপাশি লাইভ অ্যাক্টররা ভয় জাগানোর জন্য একদম প্রস্তুত হয়ে আছে; আপনি প্রস্তুত তো? রিপলি’স ইনফিনিটি মেইজ, ম্যাজিক ওয়ার্ল্ড তো আছেই আপনাকে দারুণভাবে বিস্মিত করার জন্য। আর মোমের জাদুঘরে থাকছে দারুণ সব সেলিব্রেটিদের সাথে সাক্ষাতের সুযোগ। এছাড়া, মুভি থিয়েটার আর সিমুলেটরও থাকছে। আর কি চাই? প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা অবধি খোলা থাকে।
প্রবেশ টিকিট মূল্য | ৬৯০฿ থেকে শুরু |
টিকিট বুকিং লিঙ্ক | বিলিভ ইট অর নট মিউজিয়াম টিকিট |
সময়সূচি | প্রতিদিন সকাল ১১টা থেকে রাত থেকে ১১টা পর্যন্ত |
10. স্যাংচুরী অব ট্রুথ পাতায়া

স্যাংচুরী অব ট্রুথ পাতায়া হচ্ছে সত্যের আশ্রয়স্থল বা সত্যের প্রাসাদ খ্যাত একটি ঐতিহাসিক স্থাপনা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণের কাঠ খোদাই শিল্পীরা এখানে আসেন কাঠ খোদাই শিল্পকর্মের কাজ করতে। উপকূলের কাছাকাছি হওয়ায়, এখানে এসে সত্য সুন্দর আর সরলতা ভরা জীবনবোধ সম্পর্কে সরাসরি ধারণা পাবেন। এখানে এলে যে কারো মনের প্রশান্তি তো আসবেই সেই সাথে প্রাচীণ আদর্শ আর জ্ঞান সম্পর্কেও অনেক ধারণা পাওয়া যাবে।
এই স্থাপনার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে, কাঠের তৈরি এই স্থাপনার প্রতিটা ইঞ্চিই খোদাই করা। ১০৫ মিটার উচ্চতার এই স্থাপনায় এমনও জায়গা আছে যেগুলো সম্পূর্ণ হাতে খোদাই করা। আর এটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যেন যে কোন আবহাওয়াতেই এটি মানিয়ে যায়। এজন্যই নকশা আর স্থাপত্যশৈলীতে বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। এমন একটি স্থাপনা কেবল পাতায়াতে পাওয়া যাবে। আর তাই এটি পাতায়ার দর্শনীয় স্থানের অন্যতম আকর্ষণ।
প্রবেশ টিকিট মূল্য | ৪৪০฿ থেকে শুরু |
টিকিট বুকিং লিঙ্ক | স্যাংচুরী অব ট্রুথ পাতায়া টিকিট |
সময়সূচি | মর্নিং পিক আপ টাইম: সকাল ৯: ১৫ |