চাও প্রায়া প্রিন্সেস ব্যাংকক

THB 940 1500

সর্বনিম্ন দামের নিশ্চয়তা

  • কোন চার্জ ছাড়াই 48 hrs. পূর্বে বাতিল করুন
  • মোবাইল ভাউচার নিন অথবা প্রিন্ট করুন
  • হোটেল থেকে যাতায়াত সুবিধা

এক নজরে

  •  অভিজাত, বিলাসবহুল ও রোমান্টিক ক্রুজ
  •  ব্যাংককের সেরা ৫ স্টার ক্রুজ
  •  অসাধারণ থাই আতিথেয়তা
  •  জিভে জল আনা রসুইঘর
  •  ১ ঘন্টা ধরে সুরমূর্ছনা উপভোগ
  • &nb...
আরও দেখুন

  •  অভিজাত, বিলাসবহুল ও রোমান্টিক ক্রুজ
  •  ব্যাংককের সেরা ৫ স্টার ক্রুজ
  •  অসাধারণ থাই আতিথেয়তা
  •  জিভে জল আনা রসুইঘর
  •  ১ ঘন্টা ধরে সুরমূর্ছনা উপভোগ
  •  আসা যাওয়া সংক্রান্ত পরিবহন সেবা

প্রাপ্যতা যাচাই করুন

প্যাকেজ অপশন

প্যাকেজ টাইপ

লোকেশনের বর্ণনা

মিটিং/রিডেমশন পয়েন্ট

Registration Counter at River City Pier #1 River City Bangkok Charoenkrung Soi 30 Charoenkrung Rd., Bangkok Cruising time : 19:00hrs - 21:00hrs

অ্যাকটিভিটি লোকেশন

94/1 Charoennakorn Soi 21, Charoennakorn Rd., Banglampoolang, Klongsarn, Bangkok

  • থাই এন্ড ইন্টারন্যাশনাল বুফে ডিনার
  • প্রফেশনাল সিঙ্গারদের সাথে লাইভ মিউজিক
  • ডেসার্ট ফুটস ও স্ন্যাকস
  • রিফ্রেশমেন্ট হিসেবে থাকছে গরম গরম কফি আর চা
  • হোটেল থেকে গন্তব্যে আসা যাওয়ায় পরিবহন সুবিধা
  • নিজস্ব খরচ সমূহ
মিটিং/রিডেমশন পয়েন্ট Registration Counter at River City Pier #1 River City Bangkok Charoenkrung Soi 30 Charoenkrung Rd., Bangkok Cruising time : 19:00hrs - 21:00hrs
অ্যাকটিভিটি লোকেশন 94/1 Charoennakorn Soi 21, Charoennakorn Rd., Banglampoolang, Klongsarn, Bangkok

থাইল্যান্ডের অনিন্দ্য সুন্দর একটি নদী চাও প্রায়া। এটি যেমন প্রাচীন তেমনি এর আছে ঐতিহাসিক গুরুত্ব। এখানে চমৎকার থাই আবহে বিলাসবহুল একটি ক্রুজ পরিচালিত হয়। উপভোগ করতে পারেন উষ্ণ আতিথেয়তা ও ৫তারা ক্রুজ এর জমকালো এক নৌযাত্রা।

Tour, Activities & Sightseeing - amujamu

স্বাগতম, প্রাচীন চাও প্রায়া নদীতে লাক্সারী ও রোমান্টিক আবহে পাঁচ তারা ক্রুজ চাওপ্রায়া প্রিন্সেস এ। এটি আপনার এমনই মনমুগ্ধকর অভিজ্ঞতা হয়ে থাকবে যা ভোলার নয়। আন্তর্জাতিক মানের তো বটেই, এর রসুইঘরের আদি থাই স্বাদ আপনার রসনাকে তৃপ্ত করবে চমৎকার ভাবে।

Tour, Activities & Sightseeing - amujamu
চাও প্রায়া নদী মূলত থাইল্যান্ডের ব্লাডলাইন হিসাবেও পরিচিত। প্রাচীনকাল থেকেই, এই নদী থাই জনগণের যোগাযোগ এবং জীবনযাত্রার প্রধান উৎস। মানুষ এখনও নদীর তীরে বসবাস। তাই খুব সহজেই আপনি এই ক্রুজে স্থানীয় থাই নাগরিকদের জীবন জীবিকা এবং তাদের আদি সংস্কৃতি উপভোগ করতে পারেন। শুধু তাই নয় আপনি প্রাচীন কাঠামো দেখার পাশাপাশি আধুনিক স্থাপত্যকলাও উপভোগ করতে সক্ষম হবেন। এটাই এ নদীর বিশেষত্ব। এখানে একই সাথে আপনি আধুনিক ও প্রাচীন দুই ধরনেরই দর্শনীয় স্থান প্রত্যক্ষ করতে পারবেন। যাত্রা শুরু করার আগে আপনাকে চমৎকার দর্শন থাই হোস্টেস স্বাগত জানাবে দুই ঘন্টার এক নৌযাত্রায়।

Tour, Activities & Sightseeing - amujamu

আভিজাত্য এবং রোমান্সের মিশ্রণে এক অনন্য সুন্দর অনুভ‚তি আপনাকে ছুঁয়ে থাকবে সারাটা সময়। থাকছে ডিনারের সুব্যবস্থা। চমৎকার পরিবেশে রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে ডিনারের যে অভিজ্ঞতা আপনি পাবেন নিশ্চিত তা স্মরণীয় হয়ে থাকবে অনেকদিন। এছাড়া চাওপ্রায়া প্রিন্সেস এর ডেক হতে শুরু করে সমস্ত জায়গায় চমৎকার ইন্টেরিয়র ডিজাইন এর কাজ করা হয়েছে।

Tour, Activities & Sightseeing - amujamu

কারুকাজপূর্ণ এসব স্থাপত্যশৈলী নিশ্চিত আপনার মন কেড়ে নেবে। আর ডিনারেও থাকছে আপনার জন্য চমৎকার আকর্ষণ। অসাধারণ কিছু জিভে জল আনা থাই ডিশ আপনার রসনাকে তৃপ্ত করার জন্য তৈরি। সেগুলো যখন আপনাকে সার্ভ করা হবে তখন আপনার আনন্দকে আরও পরিপূর্ণ করার জন্য থাকছে মিউজিক্যাল টিম। অপূর্ব সুর মূর্ছনায় তারা আপনার রাতটাকে করে তুলবে আরও অসাধারণ। ডিনার খেতে খেতে আর গান শুনতে শুনতে আপনি নদীর জলে আলোর খেলা দেখতে পাবেন। আকাশচুম্বী অট্টালিকা থেকে আসা আলো, নদীর পাড়ের বসতির আলো ঢেউয়ের তালে আলোর নাচন তুলবে। সেই ঢেউয়ের নাচ দেখতে দেখতে আপনি কাটাতে পারেন চমৎকার কিছু মুহূর্ত।

Tour, Activities & Sightseeing - amujamu

চাইলে ছবিও তুলতে পারেন। প্রাকৃতিক দৃশ্য, ঐতিহাসিক কাঠামো, নদী এবং নদী পাড়ের বসতির জীবনধারা সব কিছু স্মৃতিপটে অক্ষয় করে রাখা যেতে পারে। কিছু ঐতিহাসিক প্রাচীন কাঠামো যেমন, রয়েল গ্র্যান্ড প্যালেস, ওয়াট ফ্রা কায়ো, ওয়াট অরুণ (দ্য টেম্পল অফ দ্য ডন), বংখুনপ্রম প্রাসাদ, কালায়ানামিত মন্দির বা কল্যাণমিত্র মন্দির এবং রাম সেতু ৮। প্রাচীন নদীতে ধীরে ধীরে চলার সময় আপনি ১ ঘন্টা ধরে অপূর্ব সঙ্গীত উপভোগ করার সুযোগ পাবেন। শুধু তাই নয়, ক্রুজ পর্যন্ত আসা এবং যাওয়া সংক্রান্ত পরিবহণ সেবাও পাবেন।

 

প্রোগ্রাম

অ্যামেজিং ডিনার ক্রুজ

প্রবেশ সময়: সন্ধ্যে ৭ টায় রিভার সিটি জেটি থেকে যাত্রা

ভ্রমণ সময়: সন্ধ্যে ৭টা থেকে রাত ৯টা


 

সেখানে যা যা করতে পারেন:

চাও প্রায়া নদীর অনিন্দ্য সুন্দর দৃশ্য আপনার মনকে ছুঁয়ে থাকবে প্রতিটা সময়। নদী তীরের অপূর্ব দৃশ্য দেখার ফাকে ফাকে আপনি থাই রসনার স্বাদ নিতে পারবেন। এখানে আপনার জন থাকছে দারুণ দারুণ খাবারের রেসিপি। থাকছে গান আর নাচের চমৎকার ব্যবস্থা। উপভোগ করতে পারবেন দারুণ সব গানের মূর্ছনা।

 

মিটিং পয়েন্ট

রিভার সিটির ১ নং জেটিতে থাকবে রেজিস্ট্রেশান কাউন্টার।

রিভার সিটি ব্যাংকক, চারায়োনক্রাং, সোই ৩০, চারায়োনক্রাং রোড, ব্যাংকক

ভ্রমণ সময়: সন্ধ্যে ৭টা থেকে রাত ৯টা

যদি আপনি আপনার ট্যুরটি ক্যানসেল বা বাদ দিতে চান সেক্ষেত্রে ৭২ ঘন্টা আগে ক্যানসিলেশান করতে হবে তা না হলে শেষ মুহূর্তের ক্যানসিলেশান এ আপনাকে পুরো ট্যুর এর অর্থমূল্য পরিশোধ করতে হবে।

হেল্প সেন্টার
  • দ্রুত সাহায্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন  
  • প্রশ্ন করুন