সাফারি পার্ক (কাঞ্চনাবুড়ি)

THB 490 550

সর্বনিম্ন দামের নিশ্চয়তা

  • কোন চার্জ ছাড়াই 48 hrs. পূর্বে বাতিল করুন
  • মোবাইল ভাউচার নিন অথবা প্রিন্ট করুন
  • হোটেল থেকে যাতায়াত সুবিধা

এক নজরে

  • পেন পার্ক থিম সাফারি পার্কে বন্যপ্রাণী দেখুন
  • বিশ্বের বিভিন্ন  প্রাণী
  • জিরাফ থেকে ফ্লেমিংগো এবং আফ্রিকান সিংহ দেখা
  • আপনার বাচ্চারা খুব কাছ থেকে প্রাণীগুলোকে দেখতে পারবে
  • ...
আরও দেখুন

  • পেন পার্ক থিম সাফারি পার্কে বন্যপ্রাণী দেখুন
  • বিশ্বের বিভিন্ন  প্রাণী
  • জিরাফ থেকে ফ্লেমিংগো এবং আফ্রিকান সিংহ দেখা
  • আপনার বাচ্চারা খুব কাছ থেকে প্রাণীগুলোকে দেখতে পারবে

প্রাপ্যতা যাচাই করুন

প্যাকেজ অপশন

প্যাকেজ টাইপ

লোকেশনের বর্ণনা

কাঞ্চনাবুড়ির সাফারি পার্ক অ্যানিম্যাল লাভারদের জন্য দুর্দান্ত অভিজ্ঞতার স্থান। এখানে প্রচলিত চিড়িয়াখানার মতো প্রানীদের খাঁচায় আটকা রাখা হয় না। তারা ঘুড়ে বেড়াতে পারে। তাই আপনি খুব কাছ থেকে এদের দেখতে পারবেন। 

Tour, Activities & Sightseeing - amujamu

 জিরাফস, ল্লামাস, ফ্ল্যামিংগো, হরিণ, উট, অস্ট্রিচ এবং জেব্রা আপনার সাথে ঘুরে বেড়াবে এবং আপনার এটি ভালো লাগবে।  এখানে অনেক বিদেশী প্রাণী রয়েছে যেগুলো সারা বিশ্ব থেকে আনা হয়েছে। আপনি কিছু আকর্ষণীয় বন্য প্রাণী যেমন বেঙ্গল টাইগার, আফ্রিকান সিংহ, ব্ল্যাকবার, চিতাবাঘ এবং ব্ল্যাকবাক দেখতে পারবেন।  

Tour, Activities & Sightseeing - amujamu

 আপনি চাইলে মিনিবাসে করে সাফারি পার্কের উন্মুক্ত চিড়িয়াখানাটি ঘুরে দেখতে পারেন। বেশ কয়েকটি চমত্কার প্রাণীর শোয়ের আয়োজন করা হয় এখানে। প্রানীগুলে দেখা বাচ্চা আর বড়্ররা সবারি ভালো লাগে।  

Tour, Activities & Sightseeing - amujamu

এই উন্মুক্ত পার্কটি করার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের পাশাপাশি দর্শনার্থীদের জন্য পশুপাখির বিষয়ে বিভিন্ন বিষয় শেখানো। 

Tour, Activities & Sightseeing - amujamu

সাফারী পার্কটি নিরাপদ আর পরিষ্কার রাখার জন্য সর্বাধিক আধুনিক প্রযুক্তির বুভার করা হয়।  এই পার্কের অন্যতম আকর্ষণ অ্যানিম্যাল শো এখানে এলিফ্যান্টের শো, কুমিরের কুস্তি শো এবং ম্যাকো অ্যারিনা শোয়ের মতো প্রাণী শো করা হয়।

সময় :  সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা।

সাফারি পার্ক জুর ২টি প্রজেক্ট রয়েছে: 

প্রজেক্ট ১ঃ সাফারি পার্ক ওপেন জু ৮ টি অ্যানিম্যাল জোনে ভাগ করে

  • জোন ১ হরিণ অনুসরণ করুন  
  • জোন ২ এশিয়াটিক কালো ভাল্লুক
  • জোন ৩  ব্ল্যাকবাক
  • জোন ৪ বেঙ্গল টাইগার 
  • জোন ৫  আফ্রিকান সিংহ
  • জোন ৬ চিতাবাঘ  
  • জোন ৭  চিতাল (দাগযুক্ত হরিণ), ফীল হরিণ (সাদা), ইমু
  • জোন ৮  জিরাফস, জেব্রাস, ল্লামাস, উট, অস্ট্রিচস এবং ফ্ল্যামিংগো।

ভ্রমণকারীরা পার্কের ভিতরে একটি মিনি-বাসে উঠবে। এখানে ৮ টি জোন রয়েছে। ড্রাইভার আপনাকে   প্রতিটি জোনে নিয়ে যাবে। আপনি এখানে বিভিন্ন প্রানীর সাথে ছবি তুলতে পারবেন। আপনি চাইলে নিজে এই প্রানিদের খাওয়াতে পারবেন। বন্য প্রাণী যেমন  বাঘ এবং সিংহ পর্যটকদের কাছে এসে কোন ক্ষতি করে না।  

পর্যটকরা পার্কের ভিতরে গাড়ি চালাতে বা বিনামূল্যে একটি মিনিবাস নিতে পারেন। 

প্রজেক্ট ২ঃ দ্যা শো 

  • হাতির শো
  • কুমির কুস্তি শো
  • ম্যাকো আখরার শো

আমরা প্রতিদিন ওপেন রাখি আপনি চাইলে বিস্তারিত জানতে আমাদের পেজগুলো দেখতে পারেন।  

এছাড়াও, এখানে আপনি বিভিন্ন প্রানির সাথে পর্যটকরা দুর্দান্ত ছবি তোলার অনুমতি পান।  উদাহরণস্বরূপ, আপনি চাইলে এখানে বাঘ ও ম্যাকাও এর সাথে ছবি তুলতে পারবেন।  

বর্তমানে সাফারি পার্ক উন্মুক্ত চিড়িয়াখানায় বয় স্কাউট, টিচিং টেকনিক এবং এই প্রানীদের সাথে কিভাবে আচরণ করবেন তার জন্য ক্যাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে। 

সাফারি পার্ক ওপেন জু বয় স্কাউটের ক্যাম্প:

এখানে দুটি ক্যাম্প রয়েছে।

ক্যাম্প ১ শিবিরের দৃষ্টিভঙ্গি।

ক্যাম্প ২ একটি থাই শৈলীর বাড়িতে, লেকে ক্যাম্পিং।

 

অ্যানিম্যাল শো

আমরা পর্যটকদের প্রাণীদের সাথে দুর্দান্ত ছবি তোলার অনুমতি দিয়ে থাকি। আপনি চাইলে বাঘ ও ম্যাকাউ এর সাথে ছবি তুলতে পারবেন।

প্যাকেজ বাতিল করতে চাইলে ৭২ ঘণ্টা আগে জানাতে হবে। অন্যথায় বাতিলের পর টাকা কাটা হবে। 

হেল্প সেন্টার
  • দ্রুত সাহায্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন  
  • প্রশ্ন করুন