THB 450 500

সর্বনিম্ন দামের নিশ্চয়তা

  • কোন চার্জ ছাড়াই 48 hrs. পূর্বে বাতিল করুন
  • মোবাইল ভাউচার নিন অথবা প্রিন্ট করুন

এক নজরে

 

  • শত শত প্রজাতির কয়েক হাজার পাখি
  • বিরল প্রজাতির পাখি
  • দিনে বার বার্ড শো
  • থাইল্যান্ডের বৃহত্তম বার্ড পার্ক

 

আরও দেখুন

 

  • শত শত প্রজাতির কয়েক হাজার পাখি
  • বিরল প্রজাতির পাখি
  • দিনে বার বার্ড শো
  • থাইল্যান্ডের বৃহত্তম বার্ড পার্ক

 

প্রাপ্যতা যাচাই করুন

প্যাকেজ অপশন

প্যাকেজ টাইপ

লোকেশনের বর্ণনা

Admission ticket

ফুকেট বার্ড পার্ক কে বলা হয় পাখিদের মিলনমেলা এখানে ১০০ টি বহিরাগত ভিন্ন প্রজাতির পাখিসহ  হাজার হাজার অনেক প্রজাতির পাখি রয়েছে এটি ফুকেট এর অন্যতম একটি সেরা আকর্ষণ, যেটি ২০১৩ সালে খোলা হয়েছে মূলত এটি ১২ একর জমির উপর নির্মিত একমাত্র বেসরকারি পাখি পার্ক এছাড়াও এখানকার আরেকটি চমৎকার আকর্ষণÑ দিনে তিনবার বার্ড শো!
Tour, Activities & Sightseeing - amujamu

এখানে রয়েছে একটি প্রাকৃতিক জলপ্রপাত আর আশ্চর্য সুন্দর কিছু সুন্দর বাগান এগুলো তাদের প্রাকৃতিক বাসস্থানের প্রায় অনুরূপ ফুরফুরে মেজাজে ঘুরে বেড়ানো রঙিন পাখিগুলো নিশ্চিত আপনার মন কেড়ে নেবে 
Tour, Activities & Sightseeing - amujamu
পার্কটি একটি পাহাড়ের নীচে অবস্থিত, তাই উচু নিচু পাহাড়ের সৌন্দর্যে আপনি বিমুগ্ধ তো হবেনই সেই সাথে পথের মোড়ে মোড়ে আপনি অনেক কফি শপ দেখতে বিস্মিত হবেন চমৎকার এক কাপ কফি খেয়ে চাঙা হয়ে পরবর্তী যাত্রার জন্য আপনি নিমিষেই প্রস্তুত হয়ে যাবেন

Tour, Activities & Sightseeing - amujamu

পথ ধরে যেতে যেতে বিশাল সব খাচায় রাখা পাখিদের ঘোরাঘুরি বেশ উপভোগ করতে পারবেন নানা রঙ আর বর্ণের পাখিদের দেখে মুগ্ধ হওয়ার পালা শেষ না হতেই আপনি আরেকটা চমক পাবেন আর তা হলো পাখি শো পাখিদের নানা কসরত দেখা! এখানে পাখিগুলো বেশ মজার মজার কাজ করে, যেমন সাইকেল চালানো, অঙ্ক করা, কখনো বা আন্দাজ করে দর্শকদের বয়স বলে দেয়া সহ আরও মজার অনেক ব্যাপার শুধু কি তাই? ঈগল কিভাবে সাই করে নেমে এসে শিকার করবে তাও স্বচক্ষে দেখতে পাবেন এখানে বড় বড় চোখের পেঁচা আর মনমুগ্ধকর ম্যাকাও পাখির সৌন্দর্য নিশ্চিত মনের মধ্যে বয়ে বেড়াবেন অনেক দিন
Tour, Activities & Sightseeing - amujamuতাছাড়া, এখানে পরিবেশ সংরক্ষণের বিষয়টাতেও অংশগ্রহণ করে আনন্দিত হবেন যেমন, চিপসের প্যাকেট বা ক্যান নির্ধারিত বিন ফেলা ফুকেট বার্ড পার্ক পরিদর্শন করে আপনি আপনার পরিবার পরিবেশ সংরক্ষণের প্রতি যেমন শ্রদ্ধাশীল হবেন তেমনি গুরুত্বপূর্ণ প্রজাতির ওসব প্রাণীদের প্রতি সহানুভতিশীল একটা অবদান রাখতে পারবেন

 

Operating hours

The park is open from 9.00-18.00 hrs every day.

Show Times:

10.30 am. / 13.30 pm. / 15.30 pm. 

Remark 
*All Programs are weather permitting

*Booking 3 days in advance

No cancellation is preferred.

হেল্প সেন্টার
  • দ্রুত সাহায্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন  
  • প্রশ্ন করুন